চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা এড়াতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার আমিরাবাদে লোহাগাড়া উপজেলা সহ-সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাদানীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরফাত হোসাইন ফয়েজীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যাকাণ্ড। রাস্তার দুরবস্থা, যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা, যানবাহনের ফিটনেস না থাকা এবং অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। এসব দেখভাল করার দায়িত্ব যাদের, তারা এসব ব্যাপারে উদাসীন। এ কারণেই প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মারা যাচ্ছে। সড়ক নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লাইনে উন্নিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহ-সভাপতি মাওলানা হাফেজ জাহেদুল হক, মাওলানা নুরুল আলম তালুকদার প্রমুখ।
উল্লেখ, গত কয়েকদিনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০-২২ জনের প্রাণহানী ঘটে।