চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভার অর্থ সম্পাদক মাওলানা মাহফুজুল হাসান তারেকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মানববন্ধন করেছে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সেই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা শাখা।
পৌরসভা সভাপতি জনাব কলিমুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি মুফতী নুরুল আমিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী জানান, একটি তুচ্ছ ঘটনায় এই হামলা চালানো হয়েছে। বর্তমানে গুরুতর আহত মাওলানা মাহফুজুল হাসান তারেক চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনি, সেক্রেটারি মাওলানা এস এম ফয়জুল্লাহ, মাওলানা মোবারক হোসাইন আসিফ।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এম আতিকুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, মাওলানা আমান উল্লাহ হাসান প্রমুখ।