ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ সংগঠন।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে বলেও তারা জনিয়েছে।
বৃহস্পতিবার (২ মে) রাতে গ্রুপটি নিজেকে “আল-আশতার ব্রিগেড” হিসেবে পরিচয় দিয়ে এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোন ব্যবহার করে গত ২৭ এপ্রিল ওই হামলা চালিয়েছে।
আল-আশতার ব্রিগেড বলেছে, “ট্রাকনেট” নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করে ইসরাইলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।
প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরো বলেছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলী গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এ অভিযানটি চালিয়েছে।
বিবৃতির শেষাংশে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদীরা গাজ্জায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজ্জাবাসীর সমর্থনে আল-আশতার ব্রিগেড এ অভিযান চালিয়ে যাবে।











