শাপলা গণহত্যার বিচার, আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচার ও নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
আজ শনিবার (৩ মে) সকাল হতেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে লোকে লোকারণ্য এক প্রাঙ্গণে। লাখেঅ মানুষের ঢল নামে সেখানে। সকাল ৯টার দিকে এ সমাবেশ শুরু হয়। চলবে বেলা ১টা পর্যন্ত। হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য রাখছেন।