চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের নদভী কাসেমী।
শনিবার (৩ মে) গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় তিনি বলেন, দীনের খেদমতে নিবেদিত কোনো আলোকিত নক্ষত্র নিভে গেলে, উম্মতের জন্য তা হয়ে দাঁড়ায় অপূরণীয় ক্ষতি ও গভীর শোকের উপলক্ষ। তেমনই এক বেদনার সংবাদ নিয়ে এসেছে উপমহাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা সুলতান যওক (রহ.)-এর ইন্তেকালের খবর।
শোকবার্তায় তিনি আরও বলেন, হযরতের ইন্তেকালে দেশের কওমি মাদরাসা অঙ্গন হারাল এক প্রজ্ঞাবান অভিভাবককে, দীনের ময়দান হারাল এক দূরদর্শী নেতা ও নিবেদিতপ্রাণ রাহবারকে। আর ইলমের পথের পথিকেরা হারালেন একজন স্নেহময় পিতা, অভিজ্ঞ মুরব্বি ও অন্তরের দীপ্ত অনুপ্রেরণা।
তিনি বলেন, আল্লামা সুলতান যওক (রহ.) ছিলেন ইলম, আমল ও আখলাকের এক অনন্য সম্মিলন। দীনের প্রতি তাঁর ভালোবাসা, দাওয়াতি প্রজ্ঞা ও মাদরাসা পরিচালনায় দক্ষতা এক উজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি যেমন ছিলেন সুসংগঠিত এক শিক্ষা-প্রতিষ্ঠানের নীরব নির্মাতা, তেমনই ছিলেন হৃদয় জাগানো ভাষায় হাজারো মানুষের অন্তরে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এক দরদি দাঈ।
জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং হযরতের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর জীবনের প্রতিটি খেদমত কবুল করেন, তাঁর কবরকে জান্নাতের উদ্যানরূপে পরিণত করেন এবং আমাদের সবাইকে তাঁর আদর্শ অনুসরণ করে দীনের খেদমতে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন—আমিন।
আমরা শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্রবৃন্দ ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে গভীর সমবেদনা ও একাত্মতা প্রকাশ করছি।