চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আলেম আল্লামা সুলতান যওক নদভীর জানাজা আজ শনিবার (৩ মে) বিকাল চারটয় চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার পর দারুল মাআরিফ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দারুল মাআরিফের সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব।
উল্লেখ্য, প্রবীণ এই আলেম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন চিলেন। এ অবস্থায় শুক্রবার (২ মে) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন।