শনিবার, মে ৩, ২০২৫

হাসিনার বিরুদ্ধে শাপলার গণহত্যা মামলা করতে হবে: ড. মাহমুদুর রহমান

spot_imgspot_img

হেফাজতে ইসলামের পক্ষ থেকে এখনো কেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার জন্য মামলা করা হয়নি- এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

তিনি অবিলম্বে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরের গণহত্যা মামলা করার আহ্বান জানান।

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান।

ড. মাহমুদুর রহমান বলেন, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। একই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মনে রাখতে হবে, ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যার পর এই প্রথম স্বাধীন ভাবে কোনো প্রোগ্রাম করতে পেরেছি।

মাহমুদুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, আমি একটা বিষয়ে অবাক হয়ে যাচ্ছি হেফাজতের পক্ষ থেকে কেন এতদিনেও সেই দানব ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়নি। আপনারা কেন এখনও মামলা দায়ের করেন নাই, আমি জানি না। শাপলা চত্বরে যতজন নিহত হয়েছেন তাদের সবার হয়ে গণহত্যার দায়ে হাসিনার নামে মামলা করতে হবে। এটাই আমার প্রথম দাবি।

নারীবাদের ইস্যু নিয়ে ড. ইউনূস সরকারের সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, হেফাজতে ইসলাম নারীবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন। ড. ইউনূস সরকারের প্রতি প্রশ্ন যে, আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? আমি বলতে চাই, নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবের কেউ জীবন দেয়নি। তারা জীবন দিয়েছিল এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। বাংলাদেশ থেকে ভারতের আগ্রাসন মুক্ত করার জন্য।

আলেমদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমি মনে করি বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।

মহাসমাবেশে সভাপতিত্বে করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img