আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।
শনিবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক জানান তিনি।
মুফতী রেজাউল করীম বলেন, আল্লামা সুলতান যওক নদভী ছিলেন আমাদের ইলমী রাহবার। কওমী শিক্ষা ব্যবস্থা সংস্কারে তার যুগান্তকারী চিন্তা ও পদক্ষেপ জাতিকে এক উচ্চমাত্রায় নিয়ে গিয়েছে। একজন বাঙালি হয়েও আরবী ভাষা ও সাহিত্যে তার পারদর্শিতা আরবী বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তিনি জগৎবিখ্যাত দার্শনিক ও সাহিত্যিক সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রহ.) একজন একনিষ্ট ও সার্থক অনুসারী ছিলেন। তার ইন্তেকালে জাতী একজন ইলমি, আমলী ও আধ্যাত্মিক রাহবার হারালো।
স্মৃতিচারণ করে চরমোনাই পীর বলেন, আমার আব্বাজান শাইখ ফজলুল করীম (রহ.) সাথে তাঁর ঘনিষ্ট সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরে আমি ও আমার ভাইদেরকে তিনি স্নেহ ও মমতায় দিকনির্দেশনা দিতেন। পরম মমতায় আগলে রাখতেন। তার মৃত্যুতে আমি ও আমার পরিবারও একজন দরদী অভিভাবক হারালাম। পীর সাহেব চরমোনাই মরহুম সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহর শোকাহত আত্মীয়-স্বজন ও অনুসারীদের প্রতি সহমর্মীতা জ্ঞাপন করেছেন।