শনিবার, মে ৩, ২০২৫

আল্লামা সুলতান যওক নদভী রহ. এর জানাজা সম্পন্ন

spot_imgspot_img

চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা সুলতান যওক নদভীর জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৩ মে) বিকাল চারটায় চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসায় তাঁর বড়ছেলে মাওলানা এমদাদ উল্লাহর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন, পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া, পটিয়া মাদরাসার সাবেক মুহতামিম ও জামিয়াতুন নুরের মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী কিফায়েত উল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকীম, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব,মুফতী মিজানুর রহমান সাইদ, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদ উল্লাহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহাদ্দিস মুফতী শাহেদ রাহমানী প্রমুখ।

জানাজা পূর্বে পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া শুরার নির্দেশে দারুল মাআরিফের সহকারী পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ নদভীকে দারুল মাআরিফ এর নতুন মুহতামিম হিসেবে ঘোষণা করেন।

পরে তাঁকে জামিয়া দারুল মাআরিফ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, আল্লামা সুলতান যওক নদভী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামি চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। আনজুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর সভাপতি ও বিশ্ব ইসলামি সাহিত্য সংস্থার কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার’স এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img