মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

শালীনতার পক্ষে নরসিংদী স্টেশনে কলরবের মানববন্ধন

সম্প্রতি নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাক পরিহিতা এক তরুণীর বিরুদ্ধে প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে অনলাইন-অফলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার দেশের শীর্ষ ইসলামী সংস্কৃতিক সংগঠন কলরব আয়োজন করতে যাচ্ছে ‘এসো গাই শালীনতার জয়গান’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি।

শনিবার (৪ জুন) বেলা ১১টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে এই আয়োজন হবে বলে জানিয়েছে কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জমান।

মুহাম্মদ বদরুজ্জামান জানান, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকেই দিনকে দিন ধর্ষণ বেড়ে চলছে। আর এসবের পেছনে মূল ভূমিকা পালন করছে পোশাক। এদেশের নিজস্ব সংস্কৃতি আছে, যেই সংস্কৃতিতে শালীনতা রয়েছে। যারা এই পশ্চিমা সংস্কৃতি প্রচার-প্রসার করে বাঙ্গালী সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং সমাজকে অশ্লীলতার দিকে আহ্বান করে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান “এসো গাই শালীনতার জয়গান”।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ