জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের সম্মাননা ও চেক প্রদান করেছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (৩ আগস্ট) বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ শহীদ ও আহতদের আত্মত্যাগের বিষয়টি উপলব্ধি করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনে সরকারি-বেসরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১৭টি পরিবারকে মোট ২৫ লাখ টাকার চেক দেওয়া হয়।