জাতীয় শিক্ষক ফোরামের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি পালনের পর কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে মানববন্ধন হয় ও আজ রবিবার (৩ আগস্ট) স্মারকলিপি প্রেরণ করা হয়।
বলেছেন, শিক্ষায় সবচেয়ে বেশি বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। একই সিলেবাস পড়িয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অর্ধেক সুবিধা ভোগ করছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সব জায়গায় বৈষম্য দূর করতে একটাই রাস্তা সেটা হল জাতীয়করণ।
জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল আমীর হুসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রিন্সিপাল আলী আকবরের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি এবিএম জাকারিয়া।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডাক্তার আব্দুস সবুর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক প্রভাষক সুলতান আহমদ প্রমূখ।