ফিলিস্তিনের পশ্চিম তীরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
সোমবার (৩ আগষ্ট) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা ওয়াফা জানায়, সোমবার জেনিনের কেন্দ্রস্থলের কাছে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল সাংবাদিকের ওপর ইহুদিবাদী সেনারা গুলি চালায়। জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরের বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিষয়ে রিপোর্ট করার সময় একদল সাংবাদিকের ওপর দিয়ে ইসরাইলি সেনারা সামরিক যান চালানোর চেষ্টা করে।
বার্তা সংস্থা ওয়াফা আরও জানায়, ইসরাইলি সেনারা রামাল্লা শহরে ওয়াফা নিউজ এজেন্সির ফটোগ্রাফার মোহাম্মদ আবু জাইদকে লাঞ্ছিত করে এবং তার ক্যামেরার মেমোরি কেড়ে নেয়।
আবু জাইদ জানান, ইসরাইলি সেনারা তাকে আক্রমণ করে, তাকে রাইফেলের বাট দিয়ে আঘাত করে, আধা ঘণ্টারও বেশি সময় আটকে রাখে এবং তার ক্যামেরার মেমোরি কার্ড জব্দ করে।
নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি মেডিক্যাল সূত্র জানিয়েছে, দুই সাংবাদিক তাজা বুলেটবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন।
এর আগে গত অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলি বাহিনী বর্বর আগ্রাসন শুরু করার পর বহু সাংবাদিক হতাহত হয়েছেন। এর মধ্যে আল-জাজিরা টেলিভিশন চ্যানেলেরও কয়েকজন সাংবাদিক রয়েছেন।
সূত্র: পার্সটুডে











