মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় বর্বর হামলা চালিয়ে ১০৫ জনকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, গাজ্জার সবচেয়ে বড় নগরকেন্দ্রটির (গাজ্জা সিটি) নিয়ন্ত্রণ নিতে চাইছে ইসরাইল। যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। এ কারণে আরও বর্বর হয়ে উঠেছে দখলদার বাহিনী।

মঙ্গলবার একদিনেই গাজ্জা জুড়ে অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষ করে আল-সাবরা এলাকায় ইসরাইলি হামলা ঘনবসতিপূর্ণ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সহায়তার খোঁজে গিয়ে প্রাণ হারান। যার মধ্যে সাতজন শিশু। তারা সবাই দক্ষিণ গাজ্জার খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারান।

এদিকে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। এতে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১। এর মধ্যে ৮৩ জন মারা গেছেন ২২ আগস্ট গাজ্জায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে গাজ্জায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্রাক সংখ্যা প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img