শুক্রবার | ৫ সেপ্টেম্বর | ২০২৫

বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিল

বিভিন্ন ঘরণার আলেমদের মিলনমেলা খ্যাত চট্টগ্রাম লোহাগাড়া চুনতির সীরাত ময়দানে ১৯ দিনব্যাপী ৫৫ তম সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এই মাহফিল।

এতে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, লেখক, গবেষক ও ইসলামি স্কলারগন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

জানা গেছে, লোহাগাড়া শাহ মঞ্জিলস্থ সীরাত ময়দানে ৪ সেপ্টেম্বর মাহফিল উদ্বোধন করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব সাইয়্যিদ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানি।

১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত দেশবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করা এবং মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img