বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় আরও এক সাংবাদিককে হত্যা করল ইসরাইল

গাজ্জায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক রাসমি জিহাদ সেলিমকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তিনি আল-মানারা মিডিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজ্জা সিটিতে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরাইল।

মঙ্গলবার সন্ধ্যায় গাজ্জার আবু আল-আমিন স্ট্রিট, আল-জালাকা রাউন্ডঅ্যাবাউট এলাকায় বোমা হামলা চালায় ইসরাইল। এতে সাংবাদিক সেলিম শহীদ ও তার সাথে আরও তিনজন আহত হন।

এদিকে মঙ্গলবার খান ইউনিসের উত্তরে ইমান আল-জামিলি নামে আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করে ইসরাইলি বাহিনী। যার ফলে একদিনে ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের সংখ্যা দাড়িয়েছে দুইজন।

এছাড়াও রবিবার গাজ্জায় আল-কুদস আল-ইউম স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিক মুহারেব আবেদকে হত্যা করে ইসরাইল।

গাজ্জার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলের হামলায় অন্তত ২৪৯ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। মিডিয়া অফিস ইসরাইলের পদ্ধতিগত লক্ষ্যভিত্তিক হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশন ও বিশ্বব্যাপী সংবাদ ইউনিয়নগুলোর প্রতি ইসরাইলের অপরাধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া আহ্বান জানিয়েছে গাজ্জার মিডিয়া অফিস।

অধিকার সংস্থাগুলো বলছে, গাজ্জায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে যাতে ইসরাইলের ফিলিস্তিনিদের ওপর অপরাধের খবর প্রকাশ বন্ধ করা যায়, যা আন্তর্জাতিক আইন ও সাংবাদিকদের সুরক্ষার স্পষ্ট লঙ্ঘন।

সূত্র: মিডিল ইস্ট মনিটোর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img