মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

গোয়েন্দা সংস্থার কল্যাণে আরো একবার হামাসের হাত থেকে বেঁচে গেলেন বেন গাভির

ইসরাইলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা শিন বেটের কল্যাণে আরো একবার তুর্কি ও ফিলিস্তিনি হামাস সদস্যদের হাত থেকে বেঁচে গেলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির।

বুধবার (৩ সেপ্টেম্বর) অবৈধ রাষ্ট্রটির নিরাপত্তা সংস্থাটির পক্ষ থেকে একথা জানায়।

গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া অবৈধ রাষ্ট্রটির অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত সংস্থাটি জানায়, তারা হেবরনে হামাস কর্তৃক নিরাপত্তামন্ত্রী বেন গাভিরের উপর হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। হেবরনের একটি হামাস সেল তুরস্কে অবস্থানরত হামাস কর্মকর্তাদের দিকনির্দেশনায় তাকে হত্যার পরিকল্পনা সাজিয়েছিলো।

তারা আরো জানায়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে তারা বেন গাভিরকে হত্যার পরিকল্পনা করেছিলো। তাদের কাছ থেকে কয়েকটি ড্রোন উদ্ধার করা হয়, যার সাথে তারা বিস্ফোরক সংযুক্ত করার চেষ্টা চালাচ্ছিলো।

অপরদিকে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসবাদী জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির তার প্রাণ রক্ষার জন্য শিন বেট সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি দমে যাবো না এবং ভয়ও পাবো না! হামাস ইতিমধ্যেই পাঁচবার আমাকে হত্যার চেষ্টা করেছে। প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।”

সূত্র: জেরুসালেম পোস্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ