মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলের সব জিম্মিকে ফিরিয়ে দিতে হামাসের প্রতি ট্রাম্পের আহ্বান

হামাসকে ইসরাইলের সব জিম্মি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজ্জা গণহত্যায় ইসরাইলের প্রধান সহযোগী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, হামাসকে বলো ইসরাইলের সব জিম্মিকে ফিরিয়ে দিতে। তবে দ্রুতই গাজ্জার পরিস্থিতি পরিবর্তিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে ‘গাজ্জা গণহত্যা শেষ হয়ে যাবে’ এদিকে ইঙ্গিত করে তিনি বড় বড় অক্ষরে আরো লিখেছিলেন, “এটা শেষ হয়ে যাবে।”

এছাড়াও তিনি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেন।

যদিও সংগঠনটি মধ্যস্থতাকারী দেশগুলোর বেশ কয়েকটি প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে। কিন্তু স্থায়ীভাবে আক্রমণ বন্ধের নিশ্চয়তা না পাওয়ায় তারা ইসরাইল ও তাদের মধ্যস্ততাকারীদের উপর চাপ অব্যাহত রেখেছে। হামাস কর্তৃক গাজ্জা থেকে সম্পূর্ণভাবে ইসরাইলী সেনা প্রত্যাহারের ও সামরিক আগ্রাসনের স্থায়ী সমাপ্তির প্রস্তাব অবৈধ রাষ্ট্রটির খুনি সরকার বারবার প্রত্যাখ্যান করে আসছে। যা প্রকাশ করে যে, হামাস নয়, বরং ইসরাইল ও আমেরিকারই গাজ্জা গণহত্যা স্থায়ীভাবে বন্ধের কোনো সদিচ্ছা নেই।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ