তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গ্রীস সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি করেছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। একইসঙ্গে চুক্তিটি আঙ্কারাকে কোণঠাসা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
শনিবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফ্রান্সের কাছ থেকে কয়েকশ’ কোটি ইউরো মূল্যের তিনটি যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি গ্রীস করেছে তার প্রচণ্ড সমালোচনা করে তিনি বলেন, গ্রীসের সমরাস্ত্র বৃদ্ধি এবং তুরস্কের সঙ্গে সহযোগিতার পরিবর্তে আঙ্কারাকে কোণঠাসা করার প্রচেষ্টা এমন এক ভুল পদক্ষেপ যার ফলে গ্রীসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এ পদক্ষেপের ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও বিপন্ন হবে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গ্রীস তার পানি ও আকাশসীমার পরিধি অবৈধভাবে বৃদ্ধি করতে চায়। এথেন্সের এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।












