মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে পরিণতি হাসিনার চাইতেও খারাপ হবে: সাদিক কায়েম

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে অন্তর্বর্তী সরকারের পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না। আমরা অনুরোধ করবো শহীদরা যেজন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে, এর চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।

এ সময় আবরার ফাহাদের বাবা, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img