ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধ বন্ধে গত সোমবার ২০ দফার প্রস্তাব দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি মঙ্গলবার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে আল্টিমেটাম দেন, তিন থেকে চারদিনের মধ্যে জবাব দিতে হবে।
তবে হামাস বার্তাসংস্তা এএফপিকে আজ শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছেন, যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে তাদের আরও সময় লাগবে।
তিনি নাম গোপন রাখার শর্তে বলেন, “হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে এখনো পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে পরামর্শ চলছে, যার জন্য সময় প্রয়োজন।”
সূত্র : এএফপি