ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ওআইসি ও জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জমিয়তের
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ওআইসি, জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ আহ্বান জানান।
সুমুদ নৌ-বহরে ইসরাইলের হামলার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জমিয়ত নেতারা বলেন, “অবরুদ্ধ গাজ্জা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রারত সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমা অতিক্রমকালে দখলদার ইসরাইলি বাহিনীর মাধ্যমে আটক করা হয়েছে। এই বর্বর ও বেআইনি কর্মকাণ্ড শুধু মানবিকতার প্রতি অবমাননা নয়, বরং এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।”
তারা আরো বলেন, “ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা পর্যন্ত পোহাতে দিচ্ছে না। এটি প্রমাণ করে, এই অবৈধ রাষ্ট্র মানবতা, মানবাধিকার কিংবা বিশ্ববিবেক কিছুই মানে না।”
নেতারা অবিলম্বে সুমুদ ফ্লোটিলায় থাকা মানবিক কর্মী ও সহায়তা জাহাজ মুক্তি দিতে, দখলদার ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে ওআইসি, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বের সরকারগুলোকে এই ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আহ্বান জানান।