ওলামা-মাশায়েখদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে ৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা মোহসিন আল হোসাইনী, মাওলানা সাফওয়ান বিন হারুন আল আযহারী, হাফেজ বেলাল হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ, মাওলানা আনোয়ার হোসাইন, মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ, মাওলানা আজগর হাসান প্রমুখ।