বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

স্পেনের রাজার মুখে কাদা ছুড়ে মারলেন সাধারন জনতা

স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিক্ষুব্ধ জনতার মুখে পড়েছেন দেশটির রাজা ও প্রধানমন্ত্রী। গত কয়েক দিনের বন্যায় দুই শতাধিক মানুষের প্রাণহানির পর রোববার ভ্যালেন্সিয়া পরিদর্শনে গিয়ে ওই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা। সাধারন জনতার ছোড়া কাদা স্পেনের রাজা এবং প্রধানমন্ত্রীর মুখে লেগেছে।

আজ রোববার (৩ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে এ তথ্য জানান।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেটিজিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং অন্যান্য কর্মকর্তাদের একটি দল রোববার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাইপোর্তা শহর পরিদর্শন করেছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা রাজা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বন্যায় প্রাণহানি ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে উত্তেজিত জনতার অনেকেই রাজা ও প্রধানমন্ত্রীর মুখে কাদা ছুড়ে মারেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ