মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৮০০ বাড়ি ধ্বংস

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশান প্রদেশের শহর-ই-বাজারগ জেলায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম হুরিয়াত রেডিওকে জেলার গভর্নর মাওলানা আবদুল রশিদ রাশাদ এ তথ্য জানিয়েছেন।

মাওলানা রাশাদ বলেন, “প্রভাবিত এলাকাগুলোতে অবিলম্বে সাহায্য পৌঁছানো এখন অত্যন্ত জরুরি।”

তিনি জানান, কঠোর শীতল আবহাওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে ভুগছেন এবং তারা ত্রাণ ও সহায়তার অপেক্ষায় রয়েছেন।

একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছে এবং জনগণের সহায়তায় উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় সময় রাত ১টার দিকে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পটি বাদাখশানের চোগানি গ্রামে আঘাত হানে। এতে উত্তরাঞ্চলের বহু মানুষের আর্থিক ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের ক্ষতি হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img