মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

টিটিপি পাকিস্তানের নিজস্ব নীতির ফসল: মাওলানা মুজাহিদ

টিটিপি পাকিস্তানের নিজস্ব নীতির ফসল বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, টিটিপি ইমারাত সরকারের ছত্রছায়ায় কাজ করে না। বরং তারা উপজাতি অঞ্চলে পাকিস্তানের নিজস্ব নীতির ফসল।

রবিবার (২ নভেম্বর) তলো নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, ইসলামাবাদ চায় ইমারাতে ইসলামিয়া সরকার পাকিস্তানের অভ্যন্তরে টিটিপির কার্যকলাপ নিয়ন্ত্রণ করুক, কিন্তু এই অনুরোধ কাবুলের এখতিয়ারের বাইরে।

তিনি বলেন, দোহা এবং ইস্তাম্বুল উভয় বৈঠকেই পাকিস্তানের দাবী ছিলো, টিটিপি তাদের জন্য একটি সমস্যা এবং ইমারাত সরকারকে অবশ্যই তাদের নিয়ন্ত্রণ করতে হবে। জবাবে আমরা স্পষ্ট করে দিয়েছি যে, আমরা টিটিপিকে আফগান মাটি থেকে কোনও দেশের বিরুদ্ধে কাজ করার অনুমতি দিচ্ছি না। এখন বাকি থাকে পাকিস্তান, যেখানে টিটিপিকে নিয়ন্ত্রণ করা আমাদের এখতিয়ারের বাইরে।

তিনি আরও অভিযোগ করেন, আমেরিকা আকাশপথে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পাকিস্তানকে ব্যবহার করছে। মার্কিন ড্রোন আফগানিস্তানের আকাশ সীমায় প্রবেশ করছে।

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img