মার্কিন ড্রোন পাকিস্তান হয়ে আফগান আকাশ সীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
রবিবার (২ নভেম্বর) দেশটির সরকার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক সাক্ষাতকারে একথা জানান।
তিনি বলেন, আমেরিকার ড্রোন আসলে আফগানিস্তানের আকাশে কাজ করছে। তারা পাকিস্তানের আকাশ হয়ে আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে, যা হওয়া উচিত নয়।
তিনি আরো বলেন, তারা এক্ষেত্রে অসহায় এবং এটি থামাতে পারবে না, যা আমরা বুঝি। স্বাভাবিকভাবেই এটিকে একধরনের অক্ষমতা হিসেবে দেখা উচিত।
এছাড়া ইস্তাম্বুল আলোচনা প্রসঙ্গে বলেন, পাকিস্তান যেমন আফগান ভূখণ্ড তাদের বিরুদ্ধে যেনো ব্যবহার না হয়, এই দাবী জানিয়ে থাকে, ঠিক তেমনি ইমারাত সরকারের প্রতিনিধিরাও ইস্তাম্বুল আলোচনায় ইসলামাবাদকে এটি নিশ্চিত করার অনুরোধ করেছে যে, তাদের ভূমি ও আকাশ যেনো কারো দ্বারা আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার না হয়।
কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির উদ্দেশ্যে পাকিস্তানের একটি বিশেষ সামরিক গোষ্ঠীকে বিশ্ব শক্তিগুলো ইন্ধন জুগিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছু নির্দিষ্ট সত্ত্বা যারা একসময় আফগানিস্তানের সাথে সংঘাতে লিপ্ত ছিলো অথবা বাগরাম নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতো, তারা এখন চাপ ও উস্কানির মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে।
নির্দিষ্ট কোনো দেশ বা পরাশক্তির নাম উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের সন্দেহ, এই চাপের পেছনে প্রধান বৈশ্বিক শক্তিগুলো রয়েছে, যারা একসময় আমাদের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলো অথবা বাগরাম দাবী করেছিলো। তারা প্রকাশ্যে সরাসরি আসে না, বরং অন্যদের এই অঞ্চলে অস্থিরতা উস্কে দেওয়ার এবং অজুহাত তৈরি করার জন্য লেলিয়ে দেয়।
ইমারাত সরকার এসব দৃঢ়তার সাথে মোকাবেলা করবে উল্লেখ করতে গিয়ে বলেন, আমরা যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবো এবং বিপথগামী উচ্চাকাঙ্ক্ষাকে এই অঞ্চলে বাস্তবে পরিণত হতে দিবো না।
ইস্তাম্বুল আলোচনায় পাকিস্তানের সাথে আফগানিস্তানের অমীমাংসিত বিষয় সম্পর্কে বলেন, পাকিস্তানের সাথে আমাদের একমাত্র অমীমাংসিত বিষয় হলো টিটিপি। ইসলামাবাদ চায় ইমারাতে ইসলামিয়া সরকার পাকিস্তানের অভ্যন্তরে টিটিপির কার্যকলাপ নিয়ন্ত্রণ করুক, কিন্তু এই অনুরোধ কাবুলের এখতিয়ারের বাইরে।
এছাড়াও জোর দিয়ে বলেন, টিটিপি ইমারাত সরকারের ছত্রছায়ায় কাজ করে না। বরং তারা উপজাতি অঞ্চলে পাকিস্তানের নিজস্ব নীতির ফসল।
সূত্র: তলো নিউজ









