শনিবার, জুন ২১, ২০২৫

লুটের রাজনীতি থেকে বের না হলে উন্নতি করা যাবে না : রুমিন ফারহানা

spot_imgspot_img

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা খাতে আমাদের বেশি বরাদ্দ দেওয়ার কথা, সেটা দেওয়া হয় না। কারণ এখান থেকে লুটপাট করা যায় না। অবকাঠামোর দিকে আমাদের নজর বেশি। প্রথম কারণ হলো মানুষকে দৃশ্যমান কিছু দেখিয়ে ভুলিয়ে রাখা যায়। দ্বিতীয় কারণ, এর থেকে বিশাল অঙ্কের টাকা লুটপাট করা যায়। এই যে লুটের রাজনীতি, সবকিছু খেয়ে ফেলার রাজনীতি— এগুলো থেকে বের হতে না পারলে আমরা উন্নতি করতে পারব না।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আয়োজনে জনশুনানি জাতীয় উন্নয়ন ও স্থানীয় বাস্তবতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজ উন্নয়ন নিয়ে অনেক আলাপ হয়। উন্নয়ন নিয়ে অনেক আলাপ শুনেছি। উন্নয়ন মানে কি? ডেভেলপমেন্ট অব ফ্রিডম বইয়ে অমর্ত্য সেন পরিষ্কার ভাষায় বলেছেন, উন্নয়ন হচ্ছে দারিদ্র, দমনকারী অপশাসন, রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চনা, অর্থনৈতিক অসহিষ্ণুতা, নিপীড়ন থেকে মুক্ত থাকা। এর কোনোটা আমরা অর্জন করতে পেরেছি? পারিনি। উন্নয়নকে আমরা দালান কোঠা বা অবকাঠামো নির্মাণের মতো সীমাবদ্ধ জায়গায় নিয়ে গেছি।

তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি তারা শুনি কম বলি বেশি। আজ এখানে এসে মনে হলো আমাদের শোনাটা খুব প্রয়োজন ছিল, নিজেকে ঋদ্ধ করার জন্য। যাদের নিয়ে কাজ করতে চাই, যাদের নিয়ে এগিয়ে যেতে চাই, যাদের নিয়ে আগামীর বাংলাদেশ রচনা করতে চাই তারা কী ভাবছে, তারা কী সমস্যার মুখোমুখি হচ্ছে? তাদের দিন কীভাবে কাটছে সেটা জানাটা খুব জরুরি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img