চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একের পর এক বিমান হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই কিয়েভের সমর্থনে দুটি মাইন হান্টার জাহাজ কৃষ্ণসাগরে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে কৃষ্ণ সাগরে এই জাহাজ দুইটি প্রবেশের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক।
আঙ্কারার পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাজ্যের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। আর তাই কৃষ্ণ সাগরে এ দুইটি জাহাজ মোতায়েন করতে পারবে না যুক্তরাজ্য।
প্রসঙ্গত, কৃষ্ণ সাগরে এ জাহাজ দুটি নিতে হলে অবশ্যই তা বসফরাস ও দার্দোনেলিস প্রণালীর মধ্য দিয়ে যেতে হবে। আর এ দুইটি প্রণালী তুর্কি জলসীমার অন্তর্ভুক্ত।
তুরস্কের প্রেসিডেন্সি অফিস এক এক্স বার্তায় জানিয়েছে, “আমাদের প্রাসঙ্গিক মিত্রকে বেশ ভালোভাবেই অবহিত করা হয়েছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের দান করা মাইন হান্টার জাহাজ বসফরাস ও দার্দোনেলিস প্রণালী অতিক্রম করার অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এ দুইটি প্রণালী ব্যবহারের মাধ্যমে মস্কো কিংবা কিয়েভের উদ্দেশ্য যে কোন সামরিক জাহাজ প্রবেশে বাঁধা দিয়েছে তুরস্ক। এখনো পর্যন্ত সেই অবস্থানেই দৃঢ় রয়েছে দেশটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও রয়টার্স











