কুমির বেষ্টিত কারাগার নির্মাণের কথা ভাবছে আমেরিকার মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (৩ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আমেরিকা থেকে অনুপ্রাণিত হয়ে কুমির বেষ্টিত কারাগার নির্মাণের কথা ভাবছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।
ইসরাইলি গণমাধ্যমে বলা হয়, প্রকল্প বাস্তবায়নে প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইল প্রিজন সার্ভিসের উপকমিশনার হামাত গাদেরে অবস্থিত একটি কুমির খামারও পরিদর্শন করেছেন।
ইসরায়েলি টিভি চ্যানেল আই টোয়েন্টি ফোর নিউজ মঙ্গলবার জানায়, পরিদর্শনটি ছিলো একটি শিক্ষামূলক সফর, যা জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির প্রস্তাবিত নতুন কারাগার নির্মাণ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।
এছাড়াও বলা হয়, পরিকল্পনা অনুসারে নির্মিতব্য কারাগারটির চারপাশে কুমির রাখা হবে এবং এটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কারাগারের মডেল থেকে অনুপ্রাণিত।
ট্রাম্প মডেল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওই কারাগারটি ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কে অবস্থিত, যেখানে স্বাভাবিকভাবেই কুমির বসবাস করে। তবে ওই স্থানটি সবদিকে দেয়াল দিয়ে ঘেরা নয়, বরং কুমির বেষ্টিত। যা বন্দীদের পালানোর বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, কারাগার থেকে বন্দিদের পালানোর চেষ্টা নিয়ে উদ্বেগ থেকে জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির ও ইসরাইল প্রিজন সার্ভিসের কমিশনার কোবি ইয়াকোবির এক বৈঠকে কুমির বেষ্টিত কারাগার নির্মাণের ধারণাটি উত্থাপিত হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর











