বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে আটক ৭

তুরস্কের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অনুসরণ ও তাদের উপর নজরদারি করে সেই তথ্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে বিক্রির অভিযোগে ৭ জন ব্যক্তিকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।

তুরস্কের পুলিশ ও দেশটির এমআইটি গোয়েন্দা সংস্থা মিলে একটি যৌথ অভিযানের মাধ্যমে এসব সন্দেহজনক ব্যক্তিদের গ্রেফতার করা হয়। যদিও এ বিষয়ে তেমন বিস্তারিত জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যেসব সদস্য তুরস্কে রয়েছে তাদের উপর আক্রমণের চেষ্টা করলে ‘গুরুতর পরিস্থিতির’ সম্মুখীন হতে হবে বলে আগেই ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছিল আঙ্কারা।”

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তুরস্কের বেশিরভাগ পশ্চিমা মিত্র এবং কিছু আরব দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে থাকে। তবে হামাসের বিষয়ে এমন দৃষ্টিভঙ্গি পোষন করে না তুরস্ক।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ