বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

১৮ সদস্যের নতুন মন্ত্রীপরিষদ ঘোষণা করেলন এরদোগান

সদ্য সমাপ্ত ২য় রাউন্ডের নির্বাচনে ৫২.১৮ শতাংশ ভোট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হোন রজব তাইয়েব এরদোগান। টানা ৩য় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

শনিবার (৩ জুন) শপথ গ্রহণ ও রাজ্যাভিষেকের পর ১৮ সদস্যের নতুন মন্ত্রীপরিষদ গঠন করেন এই তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগানের ১৮ সদস্যের মন্ত্রীপরিষদ ভাইস প্রেসিডেন্ট, আইনমন্ত্রী, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী, শ্রম ও সমাজ সুরক্ষা মন্ত্রী, পরিবেশ-নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী, ট্রেজারি ও অর্থমন্ত্রী, স্বররাষ্ট্র মন্ত্রী, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী, জাতীয় শিক্ষামন্ত্রী, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী, বন ও কৃষি মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং পরিবহন ও অবকাঠামো মন্ত্রী নিয়ে গঠিত।

যারা স্থান পেয়েছেন ১৮ সদস্যের এই মন্ত্রীপরিষদে:-

১) ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান জেভদেত ইয়েলমাজ।

২) আইনমন্ত্রী পদে ইয়েলমাজ তুঞ্জ।

৩) পররাষ্ট্রমন্ত্রী পদে তুর্কি গোয়েন্দা প্রধান হাকান ফিদান।

৪) পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী পদে মাহিনুর ওজদেমির গোকতাশ।

৫) শ্রম ও সমাজ সুরক্ষা মন্ত্রী পদে ভিদাত ইশকহান।

৬) পরিবেশ-নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পদে মুহাম্মদ ওজহাসেকী।

৭) জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী পদে আল্প আরসালান বায়রাক্তার।

৮) যুব ও ক্রীড়ামন্ত্রী পদে উসমান আসকিন বেগ।

৯) ট্রেজারি ও অর্থমন্ত্রী পদে মুহাম্মদ সিমসাক।

১০) স্বররাষ্ট্র মন্ত্রী পদে আলী ইয়েরিল কায়া।

১১) সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী পদে মুহাম্মদ নূরী এরসোই।

১২) জাতীয় শিক্ষামন্ত্রী পদে ইউসুফ তেকিন।

১৩) জাতীয় প্রতিরক্ষামন্ত্রী পদে ইয়াসার গুলার।

১৪) স্বাস্থ্যমন্ত্রী পদে ফখরুদ্দিন কোজা।

১৫) শিল্প ও প্রযুক্তি মন্ত্রী পদে মুহাম্মদ ফাতিহ কাসির।

১৬) বন ও কৃষি মন্ত্রী পদে ইবরাহিম ইউমাকলী।

১৭) বাণিজ্য মন্ত্রী পদে ওমর বোলাত।

১৮) পরিবহন ও অবকাঠামো মন্ত্রী পদে আব্দুল কাদের ওরাল ওগলু।

জানা যায়, এর আগে পার্লামেন্ট ভবনে এরদোগানের রাজ্যাভিষেক ঘটে। টানা ৩য় মেয়াদে তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

তার রাজ্যাভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে ৮১ টি দেশের ২১ জন রাষ্ট্রপ্রধান, ১৩জন প্রধানমন্ত্রী ও সাংসদ সহ মন্ত্রী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: আল জাজিরা 

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ