সদ্য সমাপ্ত ২য় রাউন্ডের নির্বাচনে ৫২.১৮ শতাংশ ভোট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হোন রজব তাইয়েব এরদোগান। টানা ৩য় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
শনিবার (৩ জুন) শপথ গ্রহণ ও রাজ্যাভিষেকের পর ১৮ সদস্যের নতুন মন্ত্রীপরিষদ গঠন করেন এই তুর্কি প্রেসিডেন্ট।
এরদোগানের ১৮ সদস্যের মন্ত্রীপরিষদ ভাইস প্রেসিডেন্ট, আইনমন্ত্রী, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী, শ্রম ও সমাজ সুরক্ষা মন্ত্রী, পরিবেশ-নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী, ট্রেজারি ও অর্থমন্ত্রী, স্বররাষ্ট্র মন্ত্রী, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী, জাতীয় শিক্ষামন্ত্রী, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী, বন ও কৃষি মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং পরিবহন ও অবকাঠামো মন্ত্রী নিয়ে গঠিত।
যারা স্থান পেয়েছেন ১৮ সদস্যের এই মন্ত্রীপরিষদে:-
১) ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান জেভদেত ইয়েলমাজ।
২) আইনমন্ত্রী পদে ইয়েলমাজ তুঞ্জ।
৩) পররাষ্ট্রমন্ত্রী পদে তুর্কি গোয়েন্দা প্রধান হাকান ফিদান।
৪) পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী পদে মাহিনুর ওজদেমির গোকতাশ।
৫) শ্রম ও সমাজ সুরক্ষা মন্ত্রী পদে ভিদাত ইশকহান।
৬) পরিবেশ-নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পদে মুহাম্মদ ওজহাসেকী।
৭) জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী পদে আল্প আরসালান বায়রাক্তার।
৮) যুব ও ক্রীড়ামন্ত্রী পদে উসমান আসকিন বেগ।
৯) ট্রেজারি ও অর্থমন্ত্রী পদে মুহাম্মদ সিমসাক।
১০) স্বররাষ্ট্র মন্ত্রী পদে আলী ইয়েরিল কায়া।
১১) সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী পদে মুহাম্মদ নূরী এরসোই।
১২) জাতীয় শিক্ষামন্ত্রী পদে ইউসুফ তেকিন।
১৩) জাতীয় প্রতিরক্ষামন্ত্রী পদে ইয়াসার গুলার।
১৪) স্বাস্থ্যমন্ত্রী পদে ফখরুদ্দিন কোজা।
১৫) শিল্প ও প্রযুক্তি মন্ত্রী পদে মুহাম্মদ ফাতিহ কাসির।
১৬) বন ও কৃষি মন্ত্রী পদে ইবরাহিম ইউমাকলী।
১৭) বাণিজ্য মন্ত্রী পদে ওমর বোলাত।
১৮) পরিবহন ও অবকাঠামো মন্ত্রী পদে আব্দুল কাদের ওরাল ওগলু।
জানা যায়, এর আগে পার্লামেন্ট ভবনে এরদোগানের রাজ্যাভিষেক ঘটে। টানা ৩য় মেয়াদে তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
তার রাজ্যাভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে ৮১ টি দেশের ২১ জন রাষ্ট্রপ্রধান, ১৩জন প্রধানমন্ত্রী ও সাংসদ সহ মন্ত্রী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
সূত্র: আল জাজিরা











