বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

আসুন সরকারের পতন নিশ্চিত করি: গয়েশ্বর

সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকারের সুবিধাভোগী ছাড়া- আসুন আমরা ছোট-বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে রাজপথে নামলে এ সরকার টিকবে না। গণতন্ত্রের জয় হবেই হবে।

আজ রোববার (৪ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবদল সভপতি সুলতান সালাউদ্দীন টুকু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বেগম খালেদা জিয়া হলেন আপসহীন নেত্রী। তার মত তারা বিজয়ের আকাঙ্খাবোধ ও বিজয়ের তাগিদ উপভোগ করেন- তাদের সবাইকে আপসহীন হতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ