ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ আসনে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং রাহুলের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। বিকেল ৪টায় হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুলের কাছে দীনেশ পরাজয় স্বীকার করেন।
ভারতের নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুয়ায়ী, কংগ্রেস প্রার্থী রাহুল এই আসনে বিজেপির দীনেশের চেয়ে ৪ লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।











