শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

পশ্চিমবঙ্গ ভবিষ্যতে বাংলাদেশের অংশে পরিণত হবে : ভারতের পার্লামেন্টে বললেন বিজেপির এমপি

পশ্চিমবঙ্গ ভবিষ্যতে বাংলাদেশের অংশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির এমপি সৌমিত্র খাঁ।

পশ্চিমবঙ্গের বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খান বলেন, পশ্চিমবঙ্গকে সঠিক দিকনির্দেশনা দেওয়া না হলে এটি বাংলাদেশের একটি অংশে পরিণত হবে। লোকসভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যদের দেখিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এতটাই মুসলিম তুষ্টকরণ ঘটছে যে ১০ বছর পর তারা (হিন্দুরা) আর রাজ্য থেকে সংসদে আসবে না।

মঙ্গলবার (২ জুলাই) ভারতের পার্লামেন্টে এসব কথা বলেন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির এই নেতা।

সৌমিত্র বলেন, পশ্চিমবঙ্গে মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারে না, সরস্বতী ও কালীপূজা করতে পারে না।

সৌমিত্র আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করা যাচ্ছে না। বাংলায় এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে তারা রাজ্যপাল, রাষ্ট্রপতি ও আদালতের কথা শুনবে না।

লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা কেন্দ্রের ভেতরে বিজেপির পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেয়নি বলেও অভিযোগ করেন বিজেপির এই সংসদ সদস্য। তিনি বলেন, এভাবেই ধীরে ধীরে হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়ে যাবে।

সৌমিত্র বলেন, ‘তারা (তৃণমূল কংগ্রেস) বিরোধীদের কথা বলে, কিন্তু তারা নিজেরা দুই শরও বেশি বিজেপি কর্মীকে হত্যা করেছে। সাম্প্রতিক নির্বাচনের পর আমাদের যুব মোর্চার কর্মীকে হত্যা করা হয়েছে। রাজ্যে কোনো স্বাধীনতা নেই। বিজেপিকে সমর্থন করার জন্য কোচবিহারে এক নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছে।’

সৌমিত্র খাঁ এক সময় ছিলেন কংগ্রেস নেতা। ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী হিসাবে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে ২০১৩ সালে তিনি সে দলে যোগ দেন। ২০১৪ সালের পার্লামেন্ট নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে এমপি নির্বাচিত হোন। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয় দফায় এমপি নির্বাচিত হোন।

২০১৯ সালে নির্বাচনের পর ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন। সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিলেও তাঁর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তৃণমূল কংগ্রেসে রয়ে যান। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করলেও জিততে পারেননি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ