গ্রেফতারকৃত দলীয় নেতা কর্মী ও আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী।
তিনি বলেন, দ্বীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছে। এতে আগামী প্রজন্ম দেশ ও জাতির জন্য ক্ষতিকর হয়ে উঠছে। সুতরাং সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।
বুধবার (৪ আগস্ট) বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি দলীয় নেতা কর্মীদের সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া,
ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা শুয়াইব আহমদ প্রমূখ।