শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

৫ আগষ্ট সারাদেশে ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচি ঘোষনা

৫ আগস্ট অবৈধ সরকারের পতনে একদফা দাবিতে ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৩ আগষ্ঠ) ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলে এই ঘোষনা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদ আসর বায়তুল মোকাররম থেকে
বিক্ষোভ মিছিলের ঘোষনা দেয়। বৈরী আবহাওয়ার উপেক্ষা করে মুফতী ফয়জুল করীমের নেতৃত্বে মানুষ বিক্ষোভ মিছিলে যুক্ত হয়। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হোন। তারপর সেখান থেকে দোয়েল চত্বর হয়ে পুনরায় প্রেসক্লাব, পল্টন মোড়, বিজয়নগর নাইটেংঙ্গেল হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মিছিল সমাপ্তি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন ছাত্রনেতা নুরুল বশর আজিজী।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img