ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ১০০ টন সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান। এই সহায়তার মধ্যে ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ রয়েছে।
রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে গাজ্জায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠানো হচ্ছে সোমবার।
রোববার এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করে গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন ইসহাক দার।
ইসহাক দার বলেন, পাকিস্তান এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই নিয়ে গাজ্জায় সহায়তার ১৭তম চালান পাঠাচ্ছে পাকিস্তান। ১০০ টন ওজনের এই চালানটি সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেবে। মোট ২০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এই চালানটি যাচ্ছে। বাকি ১০০ টন সামনের দিনগুলোতে পাঠানো হবে।
সবশেষ চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এই চালান পাঠানোর পর গাজায় পাকিস্তানের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। পরবর্তী চালানটি গেলে তা বেড়ে হবে ১ হাজার ৮১৫ টন।