শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

নিবন্ধন পাওয়া উপলক্ষে কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির শুকরানা সভা

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্ট কর্তৃক রায় প্রদানে শুকরানা সভা করেছে সংগঠনটির কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের এক সম্মেলন কক্ষে জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় ও ঈদগাঁও উপজেলা সদস্য সচিব মাওলানা হাফেজ মিজানুল হকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, চকরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দুল আলম, সাংগঠনিক মাওলানা আব্বাস মুসা, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা কারী বজলুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা এড. ঈসা মাহমুদ হাসেমী, রামু উপজেলা নায়েবে আমীর মাওলানা হাফেজ আজিজুল হক মক্কী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক মাওলানা যায়নুল আবেদীন, কক্সবাজার পৌর সাধারণ মাওলানা মুফতী ইউছুফ মক্কী, খুরুশকুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা হাফেজ মোহাম্মদ শফি, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু, রামু উপজেলা সভাপতি হাফেজ নুরুল আলম, উখিয়া উপজেলা সভাপতি মুহি উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক আহমদ ইয়াছিন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাংক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দলটির নিবন্ধন প্রদান না করায় দলটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মুসা বিন ইযহার পিটিশনার হয়ে হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন।

পিটিশনার এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করে এএনএম আশিকুর রহমান খান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img