মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২০৫

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তালেবান সরকার। এখন পর্যন্ত ভূমিকম্পে ২২০৫ নিহত ও ৩৬৪০ জন আহত হয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন আফগান সরকারের সহ-প্রবক্তা আহমাদুল্লাহ ফিতরাৎ।

তিনি জানান, “নুর্গল জেলায় মাজার দারা, চৌকী জেলায় দেওয় গুল দরে, চাপা দারা এবং মানোগী জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় শত শত আরও লাশ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, “এই লাশগুলি উদ্ধার করেছে উদ্ধারকারী ও অনুসন্ধানকারী দলগুলি, যার ফলে শহীদদের সংখ্যা ২২০৫ এবং আহতদের সংখ্যা ৩৬৪০ জনে পৌঁছেছে।”

আহমাদুল্লাহ ফিতরাৎ বলেন, “উক্ত এলাকাগুলিতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলমান রয়েছে। বিভিন্ন স্থানে মানুষের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে এবং জরুরি সহায়তা নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে।”

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img