রবিবার | ৫ অক্টোবর | ২০২৫

আফগান সফরে পাকিস্তান জামায়াতের নেতারা; বৈঠক করলেন একাধিক মন্ত্রীর সাথে

পাকিস্তানের জামায়াতে ইসলামির একটি প্রতিনিধিদল আফগানিস্তান সফর করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের জামায়াতে ইসলামির ডেপুটি আমির প্রফেসর মুহাম্মদ ইব্রাহিম খান। প্রতিনিধি দলটি কাবুলে বৈঠক করেছেন আফগানিস্তানের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ও বর্তমান শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী মাওলানা আবদুল কাবির-এর সঙ্গে।

বৈঠকে মাওলানা আবদুল কাবির বলেন, “কাবুল ও ইসলামাবাদকে শান্তি ও সহযোগিতার ভিত্তিতে সহাবস্থান করতে হবে।” তিনি পাকিস্তানের জনগণের দীর্ঘদিনের সহায়তা ও সমর্থনের প্রশংসা করেন এবং বলেন, “ইমারাতে ইসলামিয়ার সহযোগিতার পরিধি বিস্তৃত, আর সমস্যা সমাধানে আমরা সর্বদা সংলাপ ও কূটনীতিকেই অগ্রাধিকার দিই।”

তিনি আরও বলেন, “আফগান জনগণের জিহাদের বরকতে আজ অঞ্চলে স্থিতিশীলতা এসেছে। তাই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান আলোচনার টেবিলেই হওয়া উচিত।”

পাকিস্তানে আফগান শরণার্থীদের প্রতি অমানবিক আচরণ ও সামরিক পদক্ষেপের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মাওলানা আবদুল কাবির জোর দিয়ে বলেন, “এ ধরনের আচরণ আর কোনোভাবেই পুনরাবৃত্তি করা যাবে না।”

প্রতিনিধিদল বৈঠকে ইমারাতে ইসলামিয়ার অধীনে প্রতিষ্ঠিত নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশংসা করে। তারা উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, কাবুল ও ইসলামাবাদের বিদ্যমান বাধা-সমস্যা সমাধানে কথোপকথন ও পারস্পরিক বোঝাপড়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

একই সফরে পাকিস্তানের জামায়াতে ইসলামির প্রতিনিধি দল আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পাক জামায়াতে ইসলামির প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতে ইসলামি বেলুচিস্তানের ডেপুটি আমির ডা. আতাউর রহমান, জামায়াতে ইসলামি খাইবার পাখতুনখাওয়া–উত্তর-এর আমির ইনায়াতুল্লাহ খান, জামায়াতে ইসলামি খাইবার পাখতুনখাওয়া–কেন্দ্র-এর আমির আবদুল ওয়াসি, এবং জামায়াতে ইসলামির শীর্ষ নেতা ডা. মুহাম্মদ ইকবাল খলিল।

সূত্র : আরিয়ানা নিউজ, টোলোনিউজ ও ডন

spot_img
spot_img

এই বিভাগের

spot_img