শুক্রবার, মে ৯, ২০২৫

ইসরাইল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল তুরস্ক

spot_imgspot_img

গাজ্জা উপত্যকায় হামলা অব্যাহত রাখায় ও যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় অবৈধ রাষ্ট্র ইসরাইলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। এছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।

শনিবার (৪ নভেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত ওজকান তোরোনলারকে ফিরে আসতে বলা হয়েছে “গাজ্জায় ইসরাইলের অব্যাহত হামলায় সৃষ্টি মানবিক বিপর্যয়” নিয়ে আলোচনা করার জন্য। এছাড়া গাজ্জায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায়ও রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করতে রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। মার্কিন মন্ত্রীর সফরের আগ মুহূর্তে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক।

সূত্র: এএফপি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img