আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম এবং ইরাক যুদ্ধের মূল পরিকল্পনাকারী ডিক চেনি (৮৪) মারা গেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরবেলায় নিউমোনিয়া এবং হৃদরোগজনিত জটিলতায় মৃত্যু হয়েছে ডিক চেনির।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ২০০৩ সালে ইরাকে যে ভয়াবহ আগ্রাসন চালিয়েছিল মার্কিন-ন্যাটো বাহিনী, সেই আগ্রাসনের প্রধান পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিলেন ডিক চেনি।
ইরাকের সঙ্গে আমেরিকার প্রথম যুদ্ধ বাঁধে ১৯৯০ সালে। ওই বছর আগস্টে ইরাকের সঙ্গে সংঘাত শুরু হয় আমেরিকার নেতৃত্বাধীন ৪২টি দেশের জোটের। ইতিহাসে সেই যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।
যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। ডিক চেনি ছিলেন তার নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী। জোটভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ ইত্যাদি দায়িত্বগুলো তিনিই দেখতেন।
পরে ২০০০ সালে প্রেসিডেন্ট হন জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে জর্জ ওয়াকার বুশ। তার নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। পরে ২০০৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াাকার বুশ। সেই সরকারেও চেনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
অর্থাৎ বাবা বুশ এবং ছেলে বুশ— উভয়ের নেতৃত্বাধীন সরকারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই রিপাবলিকান রাজনীতিবিদ। শুধু তাই নয়, জর্জ ওয়াকার বুশের নেতৃত্বাধীন সরকারে সবচেয়ে ক্ষমতাবান কর্মকর্তাও ছিলেন চেনি। ধারণা করা হতো, সরকার মূলত চেনিই চালান এবং বুশ জুনিয়র তার পরামর্শ মেনে চলেন।









