ঐতিহাসিক বেলফাস্ট সিটি হল বা উত্তর আয়ারল্যান্ডের প্রধান প্রশাসনিক ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তলনের বিল পাশ হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রস্তাব উত্থাপনকারী কাউন্সিলর রায়ান মারফি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দখলদার ইসরাইল কর্তৃক চলমান ফিলিস্তিনি গণহত্যা ও ইচ্ছাকৃতভাবে মৃত্যুমুখী অনাহারের পরিবেশ জিইয়ে রাখার প্রেক্ষাপটে এই পদক্ষেপটি এসেছে, যা আন্তর্জাতিক সরকারগুলোর জন্য বিশষত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জন্য কলঙ্ক।
তিনি আরো বলেন, এখানে বেলফাস্টে আমরা নেতানিয়াহুর নৃশংস শাসনব্যবস্থা ও গাজ্জায় চলমান বর্বরতার বিরুদ্ধে এর অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়াচ্ছি। আগামী ২৯ নভেম্বর থেকে আমরা ঐতিহাসিক সিটি হলে ফিলিস্তিনের পতাকা উত্তলন করতে যাচ্ছি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের সিটি কাউন্সিলের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সিন ফেইন দলের কাউন্সিলর রায়ান মারফি এতে ফিলিস্তিনের সমর্থনে পতাকা উত্তলনের একটি প্রস্তাব পেশ করেন। সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত সদস্যদের সমর্থন পেয়ে যা পাশ হয়। প্রস্তাবনা অনুযায়ী উত্তর আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিটি হল বা প্রধান প্রশাসনিক ভবনে আগামী ২৯ নভেম্বর ফিলিস্তিনের পতাকা উত্তলনের কথা রয়েছে।
উল্লেখ্য, উত্তর আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিটি হল স্বাধীনচেতা ও ধর্মপ্রাণ আইরিশ জনগণের রোম কেন্দ্রিক প্রাচীন ক্যাথলিক ধারার প্রতি একনিষ্ঠ থাকার ও ক্যাথলিক ধারার প্রতি বিদ্রোহ করে ইহুদি প্রভাবিত প্রোটেস্টেন্ট ধারা গ্রহণ করে নেওয়া ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি বিরুদ্ধাচারণের প্রতীক।
১৯৯৮ সালে গুড ফ্রাইডে এগ্রিমেন্ট নামক একটি শান্তি চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকার উত্তর আয়ারল্যান্ডের উপর নিজেদের প্রকাশ্য উপনিবেশের ইতি টানে। এর আগ পর্যন্ত উপনিবেশের সময়কালে সিটি হলটিতে ব্রিটেনের পতাকা (ইউনিয়ন জ্যাক) উত্তলিত হতো। ব্রিটেনের অধীনতা মেনে নেওয়া প্রোটেস্ট্যান্ট ইউনিয়নিস্ট রাজনৈতিক দলগুলো উত্তর আয়ারল্যান্ডের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতো। তারাও প্রোটেস্টেন্ট ধারা ও ব্রিটেনের প্রতি আনুগত্যের নিদর্শন স্বরূপ ব্রিটিশ পতাকা উত্তলিত রাখতো।
গুড ফ্রাইডে এগ্রিমেন্টের পর থেকে ধীরে ধীরে সেখানে ক্যাথলিক ন্যাশনালিস্ট রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে শুরু করে ও প্রভাব বৃদ্ধি পায়।
২০১২ সালে ক্ষমতাসীন সিন ফেইন ও ক্যাথলিক জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর জোট সিদ্ধান্ত নেয় যে, প্রোটেস্টেন্ট ধারা ও উপনিবেশের পরিচায়ক ব্রিটেনের পতাকা নিয়মিত উত্তলন করা হবে না। বরং নির্দিষ্ট কিছু সরকারি দিবসে তা উত্তলন করা হবে।
এনিয়ে প্রোটেস্টেন্ট ইউনিয়নিস্ট দলগুলো যদিও ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলে, কিন্তু সিদ্ধান্ত কার্যকর রাখতে ক্যাথলিক ন্যাশনালিস্ট দলগুলোর জোট গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রাখে।
সূত্র: আল জাজিরা









