মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে : আমু

spot_imgspot_img

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়, তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে দেশের অগ্রগতি মেনে নিতে পারেননি।

শনিবার (৩ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি সমাবেশের নামে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে৷

এসময় গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img