বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজত ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী রহ. এর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত সারে ১০টার পর রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়া নূরিয়া মাদরাসা মাঠে হাফেজী হুজুর পরিবারের সদস্য মাওলানা সাঈদ রহমানের ইমামতিতে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও আলেম-উলামারা।
উল্লেখ্য; আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৭ বছর।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে। তিনি ২০১৫ সাল থেকে রাজধানীর কামরাঙ্গীচরে অবস্থিত জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।