আগামীকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজীর আহমেদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বেনজীর আহমেদকে ৬ জুন তলব করেছিল দুদক। তবে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় চেয়েছেন তিনি।
আজ বুধবার (৫ জুন) দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমি সঠিকভাবে জানি না। তবে, শুনতে পেরেছি, তিনি (বেনজীর) সময় চেয়ে আবেদন করেছেন। যদিও এটা অনুসন্ধান টিমের বিষয়, এটা তাদের বিষয়। তারা ভালো জানবেন। কারণ, এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।
দুদক কমিশনার বলেন, আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।









