শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

হামাসের হামলায় ১০ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে, গাজ্জা সিটির সুজাইয়ায় তাদের চালানো অভিযানে ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এসব সেনা একটি ভবনের ভেতর ছিলেন। তখন তাদের লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসসাম ব্রিগেডস বলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে।

১০ইসরাইলি সেনাকে হত্যার ব্যাপারে আল কাসসাম ব্রিগেডস আরও বলেছে, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিবিস্ফোরণ ঘটায়।
পরে আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে ইসরাইলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়।

এছাড়া ইয়াসিন-১০৫ রকেট দিয়ে দখলদার ইসরাইলিদের একটি মারকাভা-৪ ট্যাংকে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হামাস।

গাজ্জা সিটিতে কয়েকদিন ধরে আবারও হামলা চালানো শুরু করেছে ইসরাইলি সেনারা। এই অঞ্চল থেকে হামাসের যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে ইসরাইল। তা সত্ত্বেও তাদের আবারও এখানে ফিরে আসতে হয়েছে।

দীর্ঘ আট মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এখন পযন্ত ছয়শরও বেশি ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া হামাসের হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেক সেনা।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ