মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

এবার পাবনায় মেডিকেল শিক্ষার্থীর শরীরে খালি সিরিঞ্জ পুশের অভিযোগ

spot_imgspot_img

টাঙ্গাইলের পর এবার পাবনায় করোনা টিকা না দিয়ে শরীরে খালি সিরিঞ্জ পুশের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী একজন মেডিকেল শিক্ষার্থী। তবে এ ঘটনায় প্রতিবাদ করার পর তিনি টিকা পেয়েছেন।

বুধবার (৪ আগস্ট) পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী পাবনার বাসিন্দা এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী সাবা মারিয়াম অন্তিকা।

অন্তিকার বাবা আব্দুল হান্নান এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, পাবনায় মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম বুধবার সকালে শুরু হয়। কার্যক্রম চলে জেনারেল হাসপাতাল মিলনায়তনে। এতে ২৭৫ জন মেডিকেল শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img