বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

আজ বায়তুল মোকাররমে উলামা জনতার শুকরিয়া মিছিল

উলামা জনতা ঐক্য পরিষদ এ উদ্যোগে ৫ আগস্ট স্মরণে রাজধানীর বাইতুল মুকাররম থেকে ‘শোকরিয়া র‍্যালি’ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দিবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে এ মিছিল শুরু হবে।

আয়োজকরা জানিয়েছেন, ৫ আগস্ট ছিল এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দিন, যেদিন তাওহিদি জনতা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই বিজয়ের স্মৃতিকে কেন্দ্র করে এই শোকরিয়া র‍্যালির আয়োজন করা হয়েছে।

তারা বলেন, এ র‍্যালি শুধু একটি স্মরণ নয়, বরং তা ইসলামপন্থীদের আত্মত্যাগের স্বীকৃতি দাবি, দাওয়াতি ঐক্যের পুনরুত্থান এবং জুলুম-অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদেরও প্রতীক।

সর্বস্তরের ঈমানদার জনতাকে শোকরানা মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে উলামা জনতা ঐক্য পরিষদ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img